আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
Add Comment
- ছোটবেলার চেয়ে ভাল সময় আর নাই, আর ফিরেও আসবে না।
- আপনার বিদ্যালয়ের ফেলে আসা জীবন আপনি সব সময় অনুভব করবেন, এমন মজার দিন আসলেই আর আসবে না।
- বড় হলেই প্রত্যাশা, দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়া হয়।
- অর্থই সব। টাকা নাই আপনার মূল্যও নাই।
- মানুষকে ফ্রি দিলে তারা খুব খুশি হয়! কিন্তু তারা বিনিময়ে কিছু দিতে চায় না। সব শুধু নেবার ধান্দায় থাকে।
- জগতের অধিকাংশই স্বার্থপর। স্বার্থপরতা আছে, থাকবে, ভবিষ্যতে আরও বাড়বে। স্বার্থে আঘাত লাগলে সন্তান তার মাকেও চেনে না!!
- দুনিয়া শক্তের ভক্ত, নরমের যম।
- গরীরের উপর ধনীর আক্রোশ থাকবেই, সমতার আশা করা বোকামি।
- বাইরের বেশভুষাতেই আপনাকে মানুষ চেনে! আপনি কিছু না পারেন তাহলে আপনি শুধু চাকচিক্য বজায় রেখে চলুন, দেখবেন আপনার কদর কত বাড়ে!
- বড় হওয়ার সাথে সাথে আত্মীয়ের আদর, ভালবাসা কমে। মারামারি, রেষারেষি বাড়ে।
- পৃথিবীতে শুধু নাই নাই আর নাই… টাকা থাকলেও টাকা নাই, সুখ নাই, মজা নাই…
- আপনার সুখের পায়রার অভাব নাই, দুঃখের সাথীর বড়ই অভাব।
- আপনার ব্যর্থতা দেখার জন্য, আড়ালে নিন্দা করার জন্য মানুষ ওঁত পেতে বসে থাকে। আর সফলতা পেলেই আড়ালে হিংসায় নাক সিটকায়।
- আপনি শুধু উপদেশ চেয়ে দেখুন, মানুষের অভাব হবে না দেওয়ার।
- চেহারা অথবা টাকা, এ দুটোর একটা থাকতেই হবে। না হলে ধরেই নিন আপনার ভবিষ্যৎ অন্ধকার। খুব খুব কম মানুষই আছে যারা এদের গুরুত্ব দেয় না।
- জীবনে আসলে আপনি একা।
- দুর্নীতি পরায়ন, ঘুষখোররাই সমাজের মাথা! আপনি যতই সৎ হন না কেন, তাদের কাছেই ঘুরে ফিরে আপনাকে যেতে হবে।
- বাংলিশে কথা না বলা, সেলফি না তোলা, খাবারের ছবি না তোলা, দৈনিক কি করছেন না সামাজিক মাধ্যমে না দেয়া… এসব না করলে আপনি অসামাজিক জীব!
- দুনিয়াটা আসলেই নিষ্ঠুর।
- সবাই নিজ নিজ ভুবনে ব্যস্ত, আপনার দিকে তাকানোর সময় নেই।