এমন কি জিনিস যা বেশিরভাগ মানুষ জানেন না?
এমন কি জিনিস যা বেশিরভাগ মানুষ জানেন না?
আপনি যখন সুদে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখেন সেটা আসলে 10% সুদে বছর শেষ 1 লক্ষ হাজার হয় না সেটা আসলে 60 হাজার কিংবা 70 হাজার টাকা হয়ে যায় । কিন্তু আপনার একাউন্টে শুধু দেখানো হয় 1 লক্ষ 10 হাজার টাকা আছে ।
টিচার আসলে দাড়াতে হবে এটা কুথায় থেকে আসল ?
উনিফর্ম কে আবিষ্কার করেছিল ? কবে থেকে এটা আবিষ্কৃত হয়েছিল ?
দুনিয়াতে সমান অধিকার বলিয়া কোনো অধিকার নাই। এটা একটা মাত্র প্রপাগান্ডা।
যারা বলে গাঁজা বিরি সিগারেট তামাক থেকে সরকার সবচেয়ে taxes পায় তাদেরকে বলে দিও গাঁজা বিড়ি সিগারেট তামাক খেয়ে যে ক্ষতি হয় সেই নেট ক্ষতির পরিমাণ 7600 কোটি টাকা । তারপরেও কিছু বিদ্ধিজিবি থাকবোই লজিকমারানি।
ভাত আর বিরিয়ানির মধ্য পার্থক্য হল
একটা হল চাহিদা আরেকটা হল বিলাসিতা ।
ইন্টারনেট দুনিয়ার ১০% মানুষ বাকি ৯০% মানুষকে নিয়ন্ত্রণ করে
ফরেক্সে মাত্র ৫% মানুষ গেইনার ।
স্টক মার্কেটে মাত্র ৬%।
আমরা এমন এক শহরে বাস করি যেখানে এক ভাষা রক্ষা করতে জীবন দিতে হয়। আরেক ভাষা না জানার জন্য চাকরি হয় না।
কিন্তু #ফিলিস্তিনিরা তাদের নিজস্ব ভূখণ্ড থেকে 75 বছর ধরে নিপীড়িত, অবদমিত, বাস্তুচ্যুত হয়েছে #ইসরায়েল কোনও নিষেধাজ্ঞা ছাড়াই 65টি জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে।
যেখানে #রাশিয়ান গাছ পশ্চিম দ্বারা অনুমোদিত।
পুঁজিবাদের ফলে প্রতি বছর 38,000,000 এরও বেশি মানুষ মারা যায় ।
বায়ু দূষনের কারণে প্রতিবছর 70 লক্ষ মানুষ যারা যায়।
রোড অ্যাকসিডেন্ট এ প্রতিবছর 12 লক্ষ মানুষ মারা যায় ।
স্মোকিং এর কারণে প্রতিবছর 70 লক্ষ মানুষ মারা যায় ।
চিনি গান পাউডার থেকে বেশি বিপদজনক, আশঙ্কাজনক ।
অবেসিটির জন্য প্রতিবছর 30 লাখ মানুষ মারা যায় ।