কীভাবে কথা বললে একজনের প্রিয় মানুষ হয়ে উঠতে পারবো এবং তাকে একদম আমার জন্য পাগল করতে পারবো?
কীভাবে কথা বললে একজনের প্রিয় মানুষ হয়ে উঠতে পারবো এবং তাকে একদম আমার জন্য পাগল করতে পারবো?
Add Comment
- এ যুগে এসে কাউকে পাগল করে দিতে হলে রূপের আগুন ছাড়া অন্য কোনো অস্ত্র নেই।কাউকে শরীরের প্রলোভন দেখিয়ে যতটা পাগল করে দেয়া যায়,তা অন্য কোনভাবে বোধহয় আর সম্ভব নয়।কাজেই আপনি যদি অত্যধিক হট এবং সেক্সি হয়ে থাকেন,তাহলে সেটিকে কাজে লাগান।
- তাকে মোহিত করুন;আপনার প্রতি তাকে আকৃষ্ট করুন।
- গুছিয়ে কথা বলা শিখুন;কথার মধ্যে আবেগ আনুন।ভালোবাসা মাখানো কথায় মানুষ পাগল হবেই।
- তাহার মন নিয়ে গবেষণা করুন।তারপর সে অনুযায়ী মধু ঢালুন।
- তাহাকে ব্যাপকমাত্রায় প্রশংসা করতে থাকুন।
- তাহাকে নিয়মিত খাওয়ান।
- তাহাকে এমন ভাবে ঘিরে ফেলুন- যেন আপনি ছাড়া সে অসম্পূর্ণ হয়ে যায়।
- যে কোনভাবেই হোক তাহাকে প্রতিনিয়ত সুখ দেয়ার চেষ্টা করুন।সে পাগল হবেই।