কোন কোন ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় বলে আপনি মনে করেন?
কোন কোন ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় বলে আপনি মনে করেন?
Add Comment
- দোকানে স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে লজ্জা পাওয়া উচিত নয়(যদিও আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে লজ্জা পাওয়া অবধারিত)
- ক্রপ টপ বা আধুনিক পোশাক পরা মেয়েদের ভিড়ে কুর্তি বা শাড়ি পরিহিত মেয়েদের লজ্জা পাওয়া বা নিজেকে হীনতর মনে করা উচিত নয়।
- ‘ টাকা নেই আমার কাছে’ কথাটি বলতে মোটেও লজ্জা পাওয়া উচিত নয়।
- জীববিদ্যার জনন অধ্যায় পড়ানোর সময় শিক্ষকের লজ্জা না পেয়ে সহজভাবে ও সচেতন ভাবে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা উচিত।
- নিজের মা বাবাকে পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিত নয়, তুমি যত বড়োই ধুরন্ধর হও না কেন তারা আছেন বলেই তুমি আছো।
- ক্লাসে পড়া না বুঝতে পারলে শিক্ষক/শিক্ষিকাকে সেটা বলতে লজ্জা পাওয়া উচিত নয়। ‘ সবাই বুঝতে পেরেছে শুধু আমি পারিনি’ ব্যাপারটা সেরকম নাও হতে পারে, বুঝতে অনেকেই পারে না কিন্তু সেটা বলার সাহস অনেকেরই থাকে না।
- আর্টস নিয়ে পড়ছি বা গ্রাজুয়েশনে আমি জেনারেল এর স্টুডেন্ট বা JEE/NEET এর জন্য পড়ছি না কথাগুলো লজ্জা না পেয়ে আত্মবিশ্বাসের সাথে বলা উচিত।
- নিজের গায়ের রং, উচ্চতা বা শরীরের গঠন নিয়ে লজ্জা পাওয়া উচিত নয় বরং নিজেকে ভালোবাসা উচিত। লোকের কথা শুনতে শুনতে আমরা কখন যে নিজেকে লোকের নজরে দেখতে শুরু করে দিই বুঝতেই পারি না।