জীবন বদলে দেওয়া একটি গল্প ভাগাভাগি করবেন কি?
জীবন বদলে দেওয়া একটি গল্প ভাগাভাগি করবেন কি?
সবার চোখে আমি মূল্যহীন। সবার চোখে আমি অপদার্থ। এই মায়াময় দুনিয়াটা আজ আমার বিপরীতে। স্বার্থপর সমাজ আজ আমার বিরুদ্ধে।সবার চোখে আমি অপরাধী। কষ্টের শেষ বিন্দুটাও এসে আঘাত করে যাচ্ছে আমাকে। যন্ত্রনায় ক্ষত বিক্ষত শরীর। নিজের আপনজনেরাও আজ আমায় পর ভাবতে শুরু করেছে। সবকিছুই আজ অর্থহীন। আমার কল্পনায় একটু একটু করে দানা পাচ্ছে ভয়ে। তাহলে কি এখানেই শেষ।
আমার পরিনাম কি মূত্যু। ক্লান্ত শরীরে নিদ্রা রত চোখ দুটি আস্তে আস্তে খুলে দেখি আমি পড়ে রয়েছি সমুদ্রের তীরে আর গরম পানির উপরে। সমুদ্র যেন আমাকে নিঃশ্ব করে দেওয়ার তোর জোর শুরু করেছে। আকাশের সূর্য্যটাও চেষ্টা করছে তার সমস্ত উঞ্জতা ঢেলে দেওয়ার। সমুদ্র তীরে ঝড়ো হাওয়ার গর্জনে নিজেকে খুব একা মনে হচ্ছে। আস্তে আস্তে আমি নিজের পরিচয়টাই হারিয়ে ফেলছি কিছুই মনে পড়ছে না আমার। আমি কে? কোথায় থাকি আমি? কি আমার উদ্দেশ্য? কিছুই মনে পড়ছে না।
হঠাৎ সমুদ্রে ঢেউ আছড়ে পড়লো আমার মাথার উপরে লোনা জল আর আষ্টে গন্ধে হঠাৎ মাথাটা ঘুরে গেল। তখনি মনে পড়লো হ্যা আমি সেই ব্যক্তি যে কোনো দিন হারতে শেখেনি। যার জন্ম লড়াই করার জন্যে যার জন্ম হয়েছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য। তাহলে কেন আজ আমার এই অবস্থা। আমি কি এত তাড়াতাড়ি হেরে যাবো না। হঠাৎ শরীরের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল।
সেখান থেকে উঠে আমি ছুটতে শুরু করলাম। হ্যা প্রাণপনে ছুটছি সমুদ্র তীর ছাড়িয়ে অন্ধকার ঝাউবন ছাড়িয়ে ছুটে চলেছি। ওই তো দেখা যাচ্ছে আমার ছোট্র বাড়ীটা সেখান থেকে অন্ধকার ভেদ করে আসছে একটা প্রদিপের আলো। হ্যা আমার মা অপেক্ষা করে আছে আমার জন্য। আর আমি কি না হার স্বীকার করে নিচ্ছিলাম। না কোনো মতে না ছুটে ঘরের মধ্যে ঢুকে আয়নার সামনে দাড়াতেই নিজেকে চিনতে পারলাম। অনুভব করতে পারলাম নিজের ক্ষমতা।
লড়াই চলবে শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমার ঠিক সামনে যে দাড়িয়ে আছে সে আমাকে বলতে লাগলো তুই ভয় পাচ্ছিস কাকে ভয় পাচ্ছিস? তোর মত ব্যক্তিকে এই দুনিয়ার খুবি দরকার। তোকে দেখে লোকে ঠাট্রা করছে এইতো তোকে সবাই অবহেলা করছে তাইতো। কিন্তু তুই হলি সবার বাপ তুই পশু রাজ সিংহ। যার গর্জন শুনলে সমস্ত জঙ্গল থর থর করে কাপতে শুরু করে তুই হলি সেই সৈন্য যে লড়াই করবে শেষ রক্ত বিন্দু পর্যন্ত।
শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ নিজেকে দুর্বল ভাবিস না নিজেকে তুচ্ছ ভাবিস না। আমার চোখে চোখ রেখে দেখ কিছু দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি কষ্ট আর যন্ত্রনা সইতে সইতে তুই আজ পরিপুরক। হ্যা তোর শরীরে এখন প্রবাহিত হচ্ছে কালো রক্ত।
বিনা পানির পক্ষ্য হতে জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার মনে হতে পারে এই, মনে হয় সব শেষ কিন্তু না কোনো কিছু শেষ থেকেই জন্ম নেয় নতুন একটা আশার আলো। মনে রেখো তোমার মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে যে তার সন্তান কখনো সবার সেরা হয়ে বাড়ি ফিরবে।
এই কথাগুলো পড়ে যদি তোমার একটু ভাল লেগে থাকে তাহলে কথাগুলো ছড়িয়ে দাও সবার কাছে।