জীবনের দুঃখজনক সত্যগুলো কী কী?
জীবনের দুঃখজনক সত্যগুলো কী কী?
যেই সত্যটাকে মানুষের স্বভাবিক প্রবৃত্তি সহজে মানতে রাজি হয় না, সেটাকেই বলে দুঃখজনক সত্য !
আমরা টাকার জন্য বেঁচে থাকি না, কিন্তু বেঁচে থাকার জন্য টাকা তো আবশ্যক একটি উপাদান । বুঝলাম প্রেম-ভালোবাসা এবং আন্তরিকতা মানব জীবনের অপরিহার্য প্রয়োজন । কিন্তু আপনি এক মাস প্রেম অথবা আন্তরিকতা প্রদর্শন না করে অনায়াসে চমৎকার জীবন অতিবাহিত করতে পারলেও, এক সপ্তাহ অর্থ-টাকা ছাড়া কাটিয়ে দেখুন তো আপনার কি অভিজ্ঞতা হয় । অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু অর্থ না থাকলে ভালোবাসাও বাথরুমের ভেন্টিলেশন দিলে পালায় । অর্থাৎ অর্থ ছাড়া ভালোবাসা কিনতে পারলেও ধরে রাখতে পারবেন না । বিশ্বাস না হলে আপনি একটি ছোট পরীক্ষা করে দেখতে পারেন ।
আপনি দুইজন ভালোবাসার মানুষ জোগাড় করেন । একজনের জন্য কোনো রকম অর্থ ব্যয় না করে তাকে গভীর ভালোবাসা দিয়ে সিক্ত করার চেষ্টা করুন, তার মন জয় করার চেষ্টা করুন । এবার অন্য জনকে ভালোবাসার জন্য আপনি অর্থ একটু বেশি ব্যয় করুন এবং পাশাপাশি তাকেও হৃদয়ের গভীর প্রেম দিয়ে বশীভূত করার চেষ্টা করুন ।
দেখুন তো কোন ব্যক্তির ক্ষেত্রে আপনার প্রেম পরিপূর্ণভাবে উপভোগ করতে পেরেছেন? অবশ্যই দ্বিতীয় ব্যক্তির জন্য । কারণ প্রথম ব্যক্তিকে আপনার ভালোবাসার পূর্ণ প্রদর্শন করতে পারেননি- এই যেমন তার প্রতি একটু উদারতা দেখানো, ছোটোখাটো কিছু উপহার / সারপ্রাইজ দেয়া ইত্যাদি । তাছাড়া পর্যাপ্ত অর্থ না থাকলে আপনার মধ্যে কোনো আত্মবিশ্বাস জন্ম হবে না, অতঃপর অন্যকে অভিভূত করতে আপনার একটু অসুবিধা হবে ।
এই একই পরীক্ষা যদি প্রেম-ভালোবাসার মানুষের জন্য না করে নিজের খুব কাছের কেউর (যেমন ভাই-বোন, স্বামী-স্ত্রী, পিতা-মাতা) সাথে করেন তাহলে ফলাফল মোটামুটি একই হবে । টাকা ভালোবাসার জন্ম না দিতে পারলেও ভালোবাসার গভীরতা বাড়ায় ।
টাকা হচ্ছে এমন একটি জিনিস যেটাকে হাত দিয়ে মুচড়িয়ে অথবা পায়ের তোলার পিষিয়ে যতই পুরোনো এবং কুৎসিত করুন না কেন সেটার মূল্য একই থাকবে ।
কিন্তু বিশ্বাস, সহানুভূতি, আবেগ এসব একবার ভোঁতা হয়ে গেলে পরেরবার আর সহজে জোড়া লাগতে চায় না, এবং ধীরে ধীরে মূল্যহীন হয়ে পরে । এখানেই ভালোবাসার পরাজয় এবং অর্থের বিজয়; অতঃপর কবি নীরব !