প্রেম-ভালবাসার কিছু মনঃস্তাত্তিক সত্য ঘটনা কী কী?
প্রেম-ভালবাসার কিছু মনঃস্তাত্তিক সত্য ঘটনা কী কী?
Add Comment
আপনি যাকে ভালোবাসেন, তাকে বারবার ভালোবাসার কথা বলুন, আপনাকে ভুলা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে (যদি না সে চরম স্বার্থপর না হয়)। আর অপরদিকে , তার প্রতি আপনার ভালোবাসার অভাব, বিশ্বাস করুন তাকে অনেক দূরে সরিয়ে নিতে পারে।
কাউকে ভুলতে বাধ্য হলে, কিংবা দুজনের মধ্যে কেউ একজন বেইমানি করলে, প্রথমে ঐ লোকটির জন্য, ওকে মনে করে অনেক কষ্ট হতে পরে। কিন্তু যদি ঐ লোকটির প্রতি মোহ একবার কেটে যায়, বিশ্বাস করুন তাকে ভুলা অনেক সহজ হবে । মনে হবে সে সাধারন একজন , এবং অন্যদেরই মতো ।
উপরের দুইটি কথায়, একটিতে ভালোবাসা জিইয়ে রাখার, আর অন্যটিতে ভালোবাসা মেরে ফেলার দুটি চরম বাস্তবিক মনঃস্তাত্তিক রুপ।