শিশুকে কিভাবে খুশি করা যায়?
শিশুরা হলো কাদা মাটির মাটির মতো, আপনি যেভাবে গড়ে তুলবেন সেই ভাবেই গড়ে উঠবে। শিশু বয়সে মস্তিষ্ক উন্নত হয়, এই বয়সে যা শুনবে যা দেখবে, তার সামনে যাই করা হবে সে ঠিক সেরকমই হবে।
যা যা করলে শিশুদের খুশি করা যায় –
দেখা হলেই হাসি দিয়ে কাছে টেনে আদর করবেন।
হাতে একটা চকলেট বা অন্য খাবার কিছু দিয়ে দিবেন। এতে সে এতো খুশি হবে! খুশিতে সবাইকে দেখাবে।
খেলা করবেন। সে যেরকম করে খেলে ঠিক সেরকম করে খেলবেন। মাঝে মাঝে ঘোড়া হবেন।
যদি একের অধিক শিশু হয়, তাদের ভিতর প্রতিযোগিতা দিবেন। যে জিতবে তাকে উপহার দিবেন।
তাদের সাথে খারাপ আচরণ করবে না। বকাবকি করবেন না।
ভুল হলে ক্ষমা করে দিবেন।
শিশুরা হলো শোকেসের ভেতর কাচের গ্লাসের মতো, কাচের গ্লাস যদি লাইন থেকে পড়ে যায় বা বিচ্যুতি হয় তাকে কি কেউ আচাড় মারে? নাকি সুন্দর করে গুছিয়ে রাখে?
ধন্যবাদ