সত্য হিসেবে প্রতিষ্ঠিত মিথ্যা কী? কিছু উদাহরণ দিন?
১। আমার বাড়ীতে এসে বসেছেন এক ভদ্রলোক। রাস্তার পাশে বাড়ী। কিছুক্ষণ পর বললেন, “আমার গাড়ীটা, রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছি, ভেতরে ঢুকিয়ে দেবো কি ?”। আমি একটু উদ্বিগ্ন হয়েই বললাম, “হ্যা, ঢুকিয়ে দেন, কারণ, রাস্তা দিয়ে অনেক সময় বড় বড় গাড়ী যায়, হঠাৎ যদি লেগে যায়”।
বেরিয়ে এলাম, তাঁর সাথে। গেইট খুলে, আমি বোকা। কোথায় গাড়ী ? এ যে আদ্যিকালের রং-চটা, জং-পড়া বাজাজ স্কুটার। যাওয়ার সময়ও বললেন, “উঠি, আজকে আর বসছি না, গাড়ীটাকে, একটু সার্ভিসিং করাবো”।
গাড়ী মানেই, চার চাকা, এই ধারণাকে আবার নতুন করেই ঝালিয়ে নিই।
২। যোগী নয়, মডার্ন যোগা বা ইয়োগা গুরুর নিদান, যোগাসনে, ম্যাজিকের মতো কমবে, দেহের ওজন।
সুতরাং, ফিজ দিয়েই, ইয়োগা ক্যাম্প বা যোগশিক্ষা শিবির। খাওয়ার পরিমান এমন কমিয়ে দেওয়া হলো, অর্ধাহারে মৃতপ্রায়, এমন অবস্থা।
আগে তো বাঁচি, তারপরে, না হয় দেখা যাবে শরীরের ওজনের ব্যাপার।
আরো চমৎকার ঘটনা।
বিশাল এক সভায় ভাষণ দিচ্ছেন ইয়োগা বাবা,
“ঢং সে কিয়া যায়, তো মাহিনা কে বাদ, বজন দু’কিলো ঘট জায়গা, নিশ্চিৎ রূপ সে”।
আপ্লুত হয়ে উঠেন এক মহিলা ভক্ত, সভার মাঝে, উঠে দাঁড়িয়ে বলেন,
“বাবা, মেরি তো পন্দ্রহ দিনো মে, করিব চার কিলো ঘট গয়ী”।
উচ্ছ্বসিত, হয়ে উঠেন বাবা,
“আও, তুম, মঞ্চ পর আও, সভী কো মাইক পর, বাতাও”।
উঠে আসেন, সেই মহিলা ভক্ত, মঞ্চে।
মাইকে বলেন, “মেরী তো দু হপ্তা কে বীচ, চার কিলো বজন ঘট গয়ী”।
মৃদু মৃদু হাসছেন বাবা, বলে উঠেন, “ক্যায়সে কিয়া, বিস্তৃত রূপ সে বাতাও”।
এবার সেই মহিলা বলেন,
“ম্যায়নে জিস হপ্তা, বাবা কা আদেশ মানকে, যোগাসন শুরুয়াত কিয়া, নেক্সট উইক মে হি, মেরা টুইন বেবি জনম লি, মেরি বজন চার কিলো ঘট গয়ী”।
বাবা দাড়িতে হাত বোলাচ্ছেন, কয়েক হাজার ভক্তের, তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়েছে, পাটনা শহরের, গান্ধী ময়দান।
খাওয়া কমিয়ে দিলে, নবজাতকের জন্ম হলে, স্বাভাবিক ভাবেই ওজন কমে, যোগা-ব্যবসার প্রচার, কলেবর বাড়ে।