ব্যবসা করব ভয় পাসসি কি করব ?
ব্যবসা করব ভয় পাসসি কি করব ?
Add Comment
বড় ভাই, ব্যবসা করবেন? কিসের ব্যবসা করতে চান তা আগে ঠিক করুন। বাস্তবতা বিবেচনা করে অর্থাৎ আপনার ক্ষমতা ও যোগ্যতার উপর লক্ষ্য রেখে আপনার ব্যবসার ধরন নিরধারন করে কিছু দিন এই বিষয়ের উপর আনালিইসেস করে দেখুন আপনি কতটা সাফলতা অর্জন করতে পারবেন? না জেনে যে কন কিছু করতে যাওয়াটা ঠিক হবে না । আর আজকালের যে অবস্থা এতে তো আরও সতর্ক হতে হবে।সব কিছু গভির ভাবে বুঝে হিসাব নিকাষ করে ব্যবসা করার সিদ্ধান্ত নিন তবে আর ভয় পাবেন না। আর তার পরও যদি ভয় পান তবে আর ব্যবসা আপনাকে দিয়ে হবে না। কারন ব্যবসায় ঝুকি থাকবেই। তাই সাহস যোগাতে থাকুন। এক সময় হয়তো রিক্স নিতে পারবে।
ভালো থাকুন।