ওয়েবসাইটটির গুনগত মান রক্ষার জন্য কিছু নিয়ম চালু করা হলো
এই সাইটটি ব্যবহার করতে হলে আপনাকে নিম্নলিখিত শর্তাবলি পালন করতে হবে।
প্রশ্ন সংক্রান্ত
১. এক সাথে একের অধিক প্রশ্ন করা যাবে না। আলাদা আলাদা ভাবে প্রশ্ন করতে হবে।
২. প্রশ্নটি বিস্তারিত ভাবে বলার প্রয়োজন হলে “এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য : ” অংশে লিখতে হবে।
৩. অযৌক্তিক বা অহেতুক প্রশ্ন করা যাবে না।
৪. যেহেতু এটা বাংলা পোর্টাল তাই ইংরেজী প্রশ্ন না করার জন্য অনুরোধ করা হলো।
৫. বাংলিশ লিখা যাবে না। লিখলে মুছে ফেলা হবে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে সমন্বয়ক কতৃক সেটা বাংলা করে দেয়া হবে।
৬. কোন প্রশ্ন করার আগে সার্চ করে দেখে নিন প্রশ্নটা আগে করা হয়েছিলো কিনা। একই প্রশ্ন দুইবার না থাকাই ভালো।
৭. প্রশ্নটি অবশ্যই সবচেয়ে কাছের একটি বিভাগে করতে হবে।
উত্তর সংক্রান্ত
১. উত্তরটি অবশ্যই প্রশ্নের সাথে সামঞ্জস্য হতে হবে।
২. উত্তরের সাথে অসংগতি পুর্ন কোন ওয়েবসাইটের লিঙ্ক, রেফারেন্স যুক্ত করা যাবে না।
৩. কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে সরাসরি কপি করে বিশাল বড় করে কোনো উত্তর দিবেন না। প্রয়োজনবোধে নিজে কয়েক লাইনের সারমর্ম লিখে নিচে সংশ্লিষ্ট তথ্যের লিংক দিন।
৪. উত্তরের জন্যে অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
৫. উত্তর হিসেবে ব্যবসা বা প্রতিষ্ঠানকে প্রাচারনার কাজে সরাসরি এর ঠিকানা, ইমেইল এড্রেস, ফোন নাম্বার, ইত্যাদি যোগ করা যাবে না।
৬. উত্তর করা হয়েছে এরকম প্রশ্নে একই রকমের উত্তর একাধিকবার দিবেন না। তবে আপনার উত্তর যদি ভিন্ন হয় তা হলে দিতে পারেন।
৭. সাধারণ জ্ঞান মূলক প্রশ্নে আগে থেকেই যদি সঠিক উত্তর দেয়া থাকে তাহলে উত্তর দিবেন না।
৮. নিজের উত্তর নিজে সর্বোত্তম ঘোষণা করা যাবে না।
মন্তব্য সংক্রান্তঃ
১. মন্তব্যের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট পোস্টের সম্পর্ক থাকতে হবে।
২. প্রস্নকারক বা উত্তরদাতাকে কোন অবস্থাতেই ছোট করা যাবে না।
৩. ব্যবসা বা কোম্পানীর প্রাচারনা বাড়ানোর উদ্দেশে মন্তব্য করা যাবে না।
ভোট প্রদানঃ
১.কাউকে যদি অকারণে অন্যদের পোস্টে গণহারে down vote দিতে দেখা যায় তার ৫০ পয়েন্ট জরিমানা হবে।
সতর্ক করাঃ
উত্তর ভুল বা অযৌক্তিক হলে উত্তর কর্তাকে সতর্ক করবেন।
একই প্রশ্ন আবার করলে প্রশ্ন কর্তাকে সতর্ক করবেন।
আমাদের অধিকারঃ
১. একাধিক ছদ্মনাম বা নাম ব্যবহার করে অযৌক্তিক প্রশ্ন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে প্রমাণ পাওয়া গেলে তার সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
২. যেকোন ব্যবহারকারীকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে প্রশ্ন, উত্তর,অথবা মন্তব্য মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
৩. Zoombangla Answer এ নিবন্ধন করার পর আপনি একাউন্টটি বন্ধ করতে পারবেন না! তবে, Zoombangla Answer যে কোন সময় যে কোন একাউন্ট ব্লক বা মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
৪. আপনার প্রশ্ন, উত্তর, মন্তব্যের জন্য Zoombangla Answer কর্তৃপক্ষ কোন ভাবে দায়ভার বহন করবে না।
৫. যেকোন অবস্থায় নীতিমালার কিছু পরিবর্তন করতে পারি।
এসকল নিয়ম না মানলে আপনাকে বাধা দেয়া হবে। যার কারনে আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন না। তবে নিয়ম মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে অ্যাকাউন্ট খুলে দেয়া হবে।
আপনার যে কোন মতামত আমরা গুরুত্তের সাথে দেখি। যে কোন অভিযোগ, মতামত, অনুরোধ আমাদের পাঠাতে পারেন।