মোজা পরার ফলে পায়ে যে দুর্গন্ধ হয় তা দূর করার কোনো উপায় কি আছে?
মোজা পরার ফলে পায়ে যে দুর্গন্ধ হয় তা দূর করার কোনো উপায় কি আছে?
জুতা মোজা পরার ফলে পায়ে বাতাস না লাগার কারণেই পায়ে প্রচন্ড রকমের বাজে দুর্গন্ধ হয়ে থাকে। আপনার স্বামী যখন অফিস থেকে এসে জুতা মোজা খোলেন তখন স্বাভাবিকভাবে সারাদিরব্যাপী বদ্ধ থাকা পা থেকে গন্ধ বের হয়। পা ভালোভাবে পরিস্কার করার পরও এ গন্ধ যায় না। এক্ষেত্রে যা যা করতে হবে তা হল পা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পাশাপাশি মোজা নিয়মিত পরিবর্তন ও পরিষ্কার করতে হবে। এতে উপকার না পাওয়া গেলে প্রতিদিন এক গামলা পানিতে দু-তিনটি পটাশিয়ামের দানা দিয়ে হালকা বেগুনি রঙের দ্রবণ তৈরি করে এর মধ্যে ১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখতে পারেন। এতে করে পায়ে আর দুর্গন্ধ হবে না। তাছাড়া আপনি আপনার হাজবেন্ডকে অফিসে এক জোড়া স্যান্ডেল ব্যবহরের পরামর্শ দিতে পারেন। সারাদির অফিসে জুতা মোজা পরার চেয়ে স্যান্ডেল পরে পায়ে বাতাস লাগালে পায়ে আর এমন বাজে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ