অসুস্থ মানসিকতার মানুষকে চেনার উপায় কী?

অসুস্থ মানসিকতার মানুষকে চেনার উপায় কী?

Train Asked on March 23, 2015 in সাধারণ.
Add Comment
1 Answer(s)

    যেভাবে অসুস্থ মানসিকতার মানুষকে চিনে নেবেন :

    – এই মানসিকতার মানুষের সাথে কিছুটা সময় কাটানোর পরই দেখবেন আপনি মানসিক আর শারীরিকভাবে ভীষণ ভেঙ্গে পড়বেন। এরা আপনাকে এতোটায় প্রভাবিত করবে যে আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন।

    – এই ধরণের মানুষের নিজের কোন ভবিষ্যৎ পরিকল্পনা থাকেনা আর এরা আপনাকেও তাদের দলে টেনে আনতে উৎসাহিত করবে। এরা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে।

    – প্রথম পরিচয়েই এরা আপনার এত বেশি প্রশংসা করবে যে আপনি নিজে থেকেই এদের আপনার জীবনে একটি ভালো বন্ধুর জায়গায় বসিয়ে দেবেন। কিন্তু পরে এই মানুষরাই আপনার মনের দুর্বলতার সুযোগ নেবে আপনাকে মোটিভেট করতে চাইবে।

    – এই প্রজাতির মানুষ শোনার থেকে বলতে বেশি আগ্রহী হয়। আপনার ভালো লাগা খারাপ লাগার তোয়াক্কা না করেই এরা নিজের গুণগান করে যাবে, নিজের কত কিছুতে প্রতিভা আছে সেগুলো জাহির করবে। আর হ্যাঁ আপনার দুর্বল দিকগুলো তুলে ধরতে কিন্তু একবারও ভুল করবে না।

    – যেকোন আলোচনার কেন্দ্রবিন্দু হতে এরা এতবেশি আগ্রহী যে আলোচনার মাঝখানে কিছু না বুঝেই নিজের প্রতিভা জাহির করতে শুরু করবে। নিজের শিক্ষাদীক্ষা আর নিজেকে যেকোন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরতে এদের জুড়ি নেই।

    – এরা নিজেদের অপ্রাপ্তি আর হতাশার কথা বলে আপনার সহানুভূতি পাবার চেষ্টা করবে, কেননা একজন সুস্থ মানসিকতার মানুষ কখনোই নিজের একান্ত কথাগুলো যাকে তাকে বলতে চাইবেনা। আর সবথেকে হয়রানির ব্যাপার হল এরা কেবল আপনাকেই নয় বরং একই ভাবে আরো দশজনকে নিজের হতাশার কথা শোনাবে।

    – নিজেকে সবসময় দুঃখী দুঃখী মনে করা অসুস্থ মানসিকতার মানুষ চেনার সবথেকে বড় উপসর্গ। এরা কোন কিছুতেই খুশি হয় না কখনো, আর তাই সে যদি আপনার বন্ধু বা কাছের কেউ হয় আপনাকে ও সে অসুখি করে তুলবে।

    – এদের ভালোবেসে কাছে নিলেই এরা আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবে। আপনাকে ভালোবাসার অজুহাত দিয়ে আপনার সমস্ত স্বাধীনতা হরণ করতে চাইবে। আর আপনি আপ্রাণ চেয়েও এই অবস্থার ভেতর থেকে বের হতে পারবেন না।

    আপনার সঠিক করণীয় হবে অসুস্থ মানসিকতার মানুষ চেনার সাথে সাথে তাদের সাথে যোগাযোগটা কমিয়ে আনা। চলাফেরায় দূরত্ব বাড়িয়ে আনুন এতে করে আপনার জীবন যাপন অনেকখানি সহজ সরল আর সাবলীল হয়ে উঠবে। ধন্যবাদ

    Professor Answered on March 23, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.