আমি একজন নারী।আমার বয়স ৪০ সবেমাত্র পেরিয়েছে আমার স্বাস্থ্যভাল। ইদানীং আমি সঙ্গমকালীন সময়ে স্বামীরসাথে পরিপূর্ণ যৌনতৃপ্তিঅনুভব করি না। আমার যোনি শৃঙ্গারের সময় বা চরমপুলকের সময়ও পর্যাপ্তপরিমাণে পিচ্ছিল হয় না। এটা কি আমার বয়সজনিত কারণে হচ্ছে?
আমি একজন নারী।আমার বয়স ৪০ সবেমাত্র পেরিয়েছে আমার স্বাস্থ্যভাল। ইদানীং আমি সঙ্গমকালীন সময়ে স্বামীরসাথে পরিপূর্ণ যৌনতৃপ্তিঅনুভব করি না। আমার যোনি শৃঙ্গারের সময় বা চরমপুলকের সময়ও পর্যাপ্তপরিমাণে পিচ্ছিল হয় না। এটা কি আমার বয়সজনিত কারণে হচ্ছে?
হঠাৎ কোনো একবারযোনিতে শুষ্কতা বিরাজ করা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। স্ট্রেস বা মনোদৈহিক কারণে এমনটি ঘটতেই পারে। পরিসংখ্যানগত গবেষণায় দেখা গেছে শতকরা ৯৫ ভাগ যৌন সক্ষম নারী স্ট্রেস ডিসফাংশনের জন্যে যোনির শুষকতা জীবনের কোনো না কোনো পর্যায়ে দেখা গেছে। আমি মনে করি না এক্ষেত্রেআপনার বয়স যোনি শুষ্কতা এবং চরমপুলক অনুভূতি লাভের মূল প্রতিবন্ধক। যখন নারী যৌনভাবে শিহরিত হয় তখন তার মস্তিষ্ক যোনিপ্রাচীর এবং যোনি সংলগ্ন বা বার্থোলিন গ্রন্থিদ্বয়ের এক ধরনের সংকেত বা সিগন্যাল পাঠায়। যার ফলে যোনি রস নিঃসৃত হয়ে আর্দ্রতা বাড়ায়। মনোদৈহিক চাপ বা অন্যান্য মানসিক চাপের কারণে মস্তিষ্ক থেকে কোনো ধরনের সিগন্যাল বা সংকেত যোনিতে নাও আসতে পারে। এজন্য যোনিতে শুষকতা বিরাজ করতে পারে এবং সাথে চরমপুলক অনুভূতি বা যৌন শিহরণে ঘাটতি দেখা দিতে পারে। আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা উত্তরণের জন্য আপনি অবিলম্বে একজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।