সাজগোজের কোন ভুলগুলো ছেলেদের চোখে ধরা পড়ে?
সাজগোজের কোন ভুলগুলো ছেলেদের চোখে ধরা পড়ে?
অনেক বেশি পারফিউম দেয়া
আপনি যদি বিজ্ঞাপনের মতো পারফিউম দিয়ে মন জয় করার কথা মনে করে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন। পারফিউমের সুগন্ধ আকর্ষণ করে ঠিকই, কিন্তু অতিরিক্ত পারফিউমের ব্যবহার বিপরীত অবস্থার তৈরি করে। তাই পারফিউম দেয়ার মাত্রার উপর নিয়ন্ত্রণ আনুন।
মুখে অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার
ফাউন্ডেশনের কাজ আপনার ত্বকের ছোটোখাটো দাগগুলো ঢেকে ত্বকের উপরিভাগের দীপ্তি ফিরিয়ে আনা। কিন্তু যদি আপনার ত্বকের উপরিভাগে শুধুমাত্র ফাউন্ডেশনই নজরে পড়ে তাহলে আপনি ভুল করছেন। অতিরিক্ত ফাউন্ডেশন দিয়ে ত্বকের রঙ পরিবর্তন করে ফেলা, সঠিক রঙের ফাউন্ডেশন ব্যবহার না করা এবং কপাল ও চোয়ালের কাছে ঠিক মতো ব্লেন্ড না করার ফলে ফাউন্ডেশন মুখে ভেসে থাকে যা সহজেই ছেলদের দৃষ্টিতে পড়ে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন।
অতিরিক্ত ঝলমলে আইশেড
আইশেডো চোখে একধরণের স্বপ্নিল ছোঁয়া আনার ক্ষমতা রাখে। কিন্তু আপনি যদি ঠিক মতো ব্যবহার না করতে পারেন তবে উল্টোটি ঘটার সম্ভাবনাই বেশি। খুব বেশি জাঁকজমক পূর্ণ পার্টি না হলে গ্লিটার আইশেডো ব্যবহার করা উচিৎ নয়। ম্যাট আইশেডো ব্যবহার করুন এবং ভালো করে ব্লেন্ড করে নিন।
অতিরিক্ত মাসকারা
অনেকেই আছেন অনেক বেশি মাসকারা ব্যবহার করেন। অনেকের ধারণা এতে চোখের পাপড়ি বড় দেখাবে। কিন্তু এতে যে সমস্যাটি হয় তা খুব ভালো করেই ছেলেদের নজরে পড়ে। অতিরিক্ত মাসকারা ব্যবহার করলে চোখের পাপড়ি একসাথে লেগে শক্ত হয়ে যায়। এতে দেখতে বেশ বিশ্রী লাগে। তাই মাসকারা ব্যবহারেও সতর্ক থাকুন।
রুক্ষ ত্বক
আপনি অনেক ভালো করে মুখের ত্বকে মেকআপ করলেন। কিন্তু ভুলে গেলেন হাত ও পায়ের ত্বকের কথা। আপনি ভুলে গেলেও এই জিনিসটি কিন্তু ছেলেদের নজর এড়াবে না। তাই হাত পায়ের ত্বকে ময়েসচারাইজার লাগাতে ভুলবেন না।
গ্লসি লিপস্টিক
ছেলেদের নজরে সাজগোজের আরেকটি ভুল হচ্ছে গ্লসি লিপস্টিক। গ্লসি সটীকি লিপস্টিক বর্তমানের ফ্যাশনে একেবারেই যায় না এবং ছেলেরাও এই জিনিসটি পছন্দ করেন না। গ্লসি ধরণের লিপস্টিক থেকে দূরে থাকুন এবং ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এছাড়াও লিপলাইনারের রঙ যদি লিপস্টিক থেকে গাঢ় হয় তাহলেও দেখতে বেশ বিশ্রী লাগে। এই ব্যাপারটিও ছেলেদের নজরে খুব ভালো করেই পড়ে।
হলদেটে দাঁত
হাসিতে তার মুক্তো ঝরে। এই কথাটি কিন্তু শুধুশুধুই আসেনি। ছেলেরা এই জিনিসটি লক্ষ্য করেন বলেই এসেছে। আপনার দাঁতে দাগ এবং হলদেটে ভাবও কিন্তু ছেলেদের নজরে পড়বে। তাই দাঁতের ব্যাপারেও সতর্ক থাকুন।