সহবাসের সময় একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে কিনা? ইসলামের দৃষ্টি কোন থেকে জানতে চাই?
সহবাসের সময় একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে কিনা? ইসলামের দৃষ্টি কোন থেকে জানতে চাই?
এটা হারাম কিনা এরকম কোন দলীল পাওয়া যায়নি তবে কিছু কিছু ইসলামি চিন্তাবিদের মতে এটা মাকরূহ, কারণ গোপনাঙ্গ চোষন এর মাধ্যমে স্বামীর লিঙ্গ থেকে স্ত্রীর মুখে বা স্ত্রীর যোনি থেকে স্বামীর মুখে নাপাক তরল যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় । অন্যান্য ইসলামি চিন্তাবিদরা জোর দিয়ে বলেছেন গোপনাঙ্গ চোষন নিষিদ্ধ বলা যায় এমন দলিল কোথাও পাওয়া যায়নি।
স্বামী অথবা স্ত্রীর গোপনাঙ্গ মানব দেহের অন্য অঙ্গের মতই বিবেচনা করা হয় (যেমন স্তন অথবা ঠোট)। অন্যদিকে মুখ হচ্ছে শরীরের সর্বাপেক্ষা পবিত্র অঙ্গ। তাই ইসলামিক চিন্তাবিদগন সতর্ক করে দিয়েছেন কোন ভাবেই মনি অথবা মজি (প্রাক-মিলন-তরল অথবা বীর্য) যেন মুখের ভিতর না যায়। এ তরল মুখে যাবার সম্ভাবনা প্রচুর। তাই এই চোষন ক্রিয়াকে মাকরুহ্ বলেছেন অনেকে। এছাড়া গোপন অঙ্গে অনেক রকম জীবাণু থাকে সেই দিক দিয়েও সতর্ক থাকা উচিৎ। তবে এই ব্যাপারে ইসলামে সরাসরি কোন নিষেধ আরোপ করেনি।