প্রযোজক এবং পরিচালক এর মধ্যে পার্থক্য কি?
প্রযোজক এবং পরিচালক এর মধ্যে পার্থক্য কি?
Add Comment
প্রযোজক সাধারণত কোনো চলচ্চিত্রের সংশ্লিষ্ট বন্টনকারী কর্তৃক পরিবেশনার এবং উপস্থাপনার পূর্ব পর্যন্ত সত্বানুযায়ী উক্ত চলচ্চিত্র নির্মানের যাবতীয় আর্থিক বিনিয়োগ করে থাকে। অন্যতর, প্রযোজনা সংস্থা নিযুক্ত অথবা ব্যক্তিগতভাবে নির্ধারিত ব্যক্তি সৃজনশীল ব্যক্তিদের হিসাবরক্ষণ কর্মী হিসেবে সাহায্য করে থাকে।
অন্যদিকে, যাঁরা বা যে ব্যক্তি একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা থেকে শুরু করে- চলচ্চিত্রটি নির্মাণের সকল খুঁটিনাটি,অভিনেতা-অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের সকল বিষয়ে নির্দেশ প্রদান ও ভালমন্দের দিকগুলো বিবেচনা বা দেখাশোনা করেন এবং একটি চলচ্চিত্র নির্মাণে সর্বোত্তম পরিশ্রম করেন তাঁদেরকে বা তাঁহাকে পরিচালক বলা হয়।