মুখে তালাক কতটা কার্যকর?
স্ত্রিকে ২ বছর আগে ১ টি কাজি অফিস থেকে তালাকনাম দেই পরে মিমাংসা করে সংসার করি, গত বছর খানেক আগে রাগের মাথায় মুখে তালাক দেই কিন্তু কোন উকিল নোটিস দেইনি পরে আবার মিমাংসা হয়, গত ৫ দিন আগে মুখে আবার তালাক দেই কোন উকিল নোটিস দেইনি বর্তমানে এই সম্পর্ককি টিকানো যাবে আবার?
Add Comment
ইসলামে মুখে তালাক বললে তালাক হবে। তবে আমাদের দেশীয় আইনে তালাক হয় না।