রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইফতারীতে কী খেতেন?
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইফতারীতে কী খেতেন?
Add Comment
ডা. জাকির নায়েক: সুনানে আবু দাউদের ২য় খণ্ডের কিতাবুস সিয়াত এর ২৩৪৯ নং হাদীস থেকে জানা যায়,রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইফতারীতে উত্তম খেজুর খেতেন। তিনি ভালো মানের খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তিনি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর খেতেন। টাটকা খেজুর খাওয়া সর্বোত্তম,আপনি যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করুন,আর যদি তাও না পান তাহলে পানি দিয়ে ইফতার করুন, এটাই সুন্নাত। আপনি যদি পানিও না পান তাহলে হালাল যেকোনো খাবার দিয়ে ইফতার করতে পারেন। আবার কোনোকিছুই পেলেন না। যেমন সফরে বা যানবাহনে ইফতারের সময় হলো,তাহলে আপনি মানসিকভাব রোযা ছাড়ার নিয়ত করুন এবং তাড়াতাড়ি যে হালাল খাবার পান তা খেয়ে নিন।