মেনপোজ হলে ফিমেল হরমোন কি দেয়া উচিত?
মেনপোজ হলে ফিমেল হরমোন কি দেয়া উচিত?
Add Comment
ফিমেল হরমোন দেয়ার ব্যাপারে মতভেদ আছে। তবে কিছু কিছু সিলেক্টিভ ক্ষেত্রে সল্পমাত্রায় অল্প দিনের জন্য ইস্ট্রজেন দেয়া যেতে পারে। ধীরে ধীরে এই ইস্ট্রজেন খাওয়া বন্ধ করতে হবে। তা না হলে ভবিষ্যতে জরায়ুর ক্যানসারের মতো সাংঘাতিক ঘাতক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।