মসজিদে মিলাদ সর্ম্পকে ইসলাম কী বলে?
মসজিদে মিলাদ সর্ম্পকে ইসলাম কী বলে?
Add Comment
মিলাদ বা মীলাদ মুসলমানদের মধ্যে প্রচলিত এক ধরণের ঘরোয়া ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানের উৎপত্তি ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ (স) -এর জন্মোৎসব ঈদ-এ-মিলাদুন্নবী থেকে। এছাড়াও আরব খ্রিস্টানগণও যীশু খ্রিস্টের (হযরত ঈসা (আঃ)) জন্মদিন পালনকে মিলাদ নামে আখ্যায়িত করে থাকে।
মিলাদ অনুষ্ঠান ব্যক্তিগত ও সামাজিক নানা উপলক্ষ্য যেমন জন্মদিন, মৃত্যুদিবস, ব্যবসায়ের পত্তন, গৃহপ্রবেশ ইত্যাদিতে স্রষ্টার স্মরণ ও আশীর্বাদ লাভের জন্য অনুষ্ঠিত হতে থাকে। তবে এসব অনুষ্ঠানেরও একটি বড় অংশ জুড়ে থাকে মুহাম্মদ (স)-এর স্মরণ ও গুণকীর্তন (না’ত)। মিলাদ অনুষ্ঠান নিয়ে ওলামা-সমাজের মধ্যে মতানৈক্য থাকলেও মুসলিমরা অপর সকল সম্প্রদায়ের মধ্যে মিলাদকে একটি শুভ অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয়।