পেনড্রাইভে ভাইরাস যেন আক্রমণ না করে করে এর জন্য কী করতে হবে?
পেনড্রাইভে ভাইরাস যেন আক্রমণ না করে করে এর জন্য কী করতে হবে?
Add Comment
পেনড্রাইভ সঠিকভাবে ব্যবহার না করলে ভাইরাস আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। জেনে নিতে পারেন কীভাবে পেনড্রাইভ ব্যবহার করলে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
পেন ড্রাইভ ব্যবহারের নিয়ম :
– সবসময় পেন ড্রাইভ পোর্ট থেকে ৯০ ডিগ্রীতে ইন্সার্ট করুন।
– খুব প্রেয়োজন না হলে ফরম্যাট করবেন না।
– ১৫ দিনে একবার হলেও ডি-ফ্র্যাগমেন্ট করুন।
– যখনই পেন ড্রাই আন-প্লাগ করবেন তখন safely remove option ব্যবহার করুন।
– পেন ড্রাইভের সিরিয়াল নম্বর সযত্নে রাখুন।
– পেন ড্রাইভ খোলার আগে ভাইরাস আছে কিনা চেক করে নিন।
এছাড়া কিছু সতর্কতাও অবলম্বন করুন। যেমন :
– এমন কোনো কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করাবেন না যেখানে অ্যান্টিভাইরাস দেয়া নেই বা অনেক বেশি ভাইরাস আক্রান্ত।
– দোকানের পিসিগুলোতে পেনড্রাইভ ব্যেবহার করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ