স্বামী স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিৎ?
স্বামী স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিৎ?
এই ধরনের প্রশ্ন সাধারনত তরুণ-যুবকরাই করে থাকে। আর এ ধরনের প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সঠিক বয়সে যথাযথ যৌন শিক্ষাটা পেলে অন্তত অনেক অনাকাঙ্খিত সমস্যা থেকে রেহাই পাবে। প্রশ্নটি ছিল –
স্বামী স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিৎ?
কিন্তু বিষয় হলো এর ধরাবাধা কোনো সময় নেই। কারণ এটি বলতে গেলে পুরুষের সক্ষমতার উপরই অধিকাংশ নির্ভরশীল। তবে বিশেষজ্ঞরা এর সময়সীমার প্রতি কিছুটা ইঙ্গিত করেছেন তা হলো : সর্বোত্তম যৌন মিলনের সময়-ব্যপ্তি ৭ (সাত) থেকে ১৩ (তের) মিনিট পর্যন্ত হয়ে থাকে। বলা হয় ৩ (তিন) থেকে ৭ (সাত) মিনেটের যৌনমিলন মোটের উপর “পর্যাপ্ত” কিন্তু ৩ মিনেটের কম সময় “খুব কম সময়” এবং ১৩ মিনিটের বেশি সময় মিলন “খুব লম্বা সময়”। গবেষকরা প্রমানপেয়েছেন – ৩ (তিন) মিনেটের ভালবাসাপুর্ন শাররীক মিলনই ‘পর্যাপ্ত’।