ব্লুটুথ কিভাবে তথ্য আদান প্রদান করে?

ব্লুটুথ কিভাবে তথ্য আদান প্রদান করে?

Add Comment
1 Answer(s)

    ব্লুটুথ প্রযুক্তিতে কম ক্ষমতা বিশিষ্ট বেতার তরঙ্গের
    মাধ্যমে তথ্য পাঠানো হয়। এই যোগাযোগ ব্যাবস্থায়
    ২.৪৫ গিগাহার্ট্জ (প্রকৃতপক্ষে ২.৪০২ থেকে ২.৪৮০
    গিগাহার্ট্জ-এর মধ্যে)-এর কম্পাংক ব্যাবহৃত হয়।
    শিল্প, বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাবহৃত
    যন্ত্রের জন্য উপরিউক্ত কম্পাংকের সীমাটি নির্ধারণ
    করে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হল যে ব্লুটুথ অন্যান্য
    তরঙ্গ নির্ভর যন্ত্রের কার্যক্রমে বাধার সৃষ্টি করে
    কিনা? উত্তর হল “না”। কারণ ব্লুটুথ কর্তৃক প্রেরিত
    সিগন্যালের ক্ষমতা থাকে মাত্র ১ মিলিওয়াট, যেখানে
    সেল ফোন ৩ ওয়াট পর্যন্ত সিগন্যাল প্রেরণ করে।
    অর্থাৎ ব্লুটুথের নিম্ন ক্ষমতার সিগন্যাল উচ্চ ক্ষমতার
    সিগন্যালে কোন ব্যাঘাত সৃষ্টি করতে পারে না।
    ব্লুটুথ একসাথে ৮টি যন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন
    করতে পারে।তবে প্রত্যেকটি যন্ত্রকে ১০ মিটার
    ব্যাসার্ধের একই বৃত্তের মধ্যে অবস্থিত হতে হয়,
    কারণ ব্লুটুথ প্রযুক্তি চারিদিকে সর্বোচ্চ ১০ মিটার
    পর্যন্ত ক্রিয়াশীল থাকে।এখন প্রশ্ন যে, A যন্ত্রের
    সাথে B যন্ত্রের যোগাযোগের সময় কাছাকাছি অবস্থিত
    অপর দুটি যন্ত্র C ও D-এর মধ্যের ব্লুটুথ যোগাযোগ
    ব্যাবস্থা বাধাগ্রস্থ হয় কিনা?(কেননা দুই যন্ত্রযুগলই
    একই কম্পাঙ্কের ব্লুটুথ প্রযুক্তি ব্যাবহার
    করছে)উত্তর হল “না”। কারণ এই সমস্যা সমাধানের
    জন্য ব্লুটুথ একটি পদ্ধতি ব্যাবহার করে যা কিনা
    “spread-spectrum frequency hopping” নামে
    পরিচিত। এই পদ্ধতিতে একই সময়ে একাধিক যন্ত্রযুগল
    একই কম্পাঙ্ক ব্যাবহার করে না।ফলে একে অপরের
    যোগাযোগ ব্যাবস্থাতে বাধার সৃষ্টি করে না। এ
    পদ্ধতিতে কোন একটা যন্ত্র নির্দিষ্ট সীমার মধ্যে
    অবস্থিত কম্পাঙ্ক হতে ৭৯ টি পৃথক পৃথক কম্পাঙ্ক
    এলোমেলোভাবে গ্রহণ করে ও একের পর এক পরিবর্তন
    করে। ব্লুটুথের ক্ষেত্রে, ট্রান্সমিটার প্রতি সেকেন্ডে
    ১৬০০ বার কম্পাঙ্ক পরিবর্তন করে।ফলে একাধিক ভিন্ন
    ভিন্ন যন্ত্রযুগলের মধ্যে একই সময়ে একই কম্পাঙ্ক-
    এর তথ্য প্রেরণ অসম্ভব বললেই চলে।

    Professor Answered on June 8, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.