sitemapcouldnotberead.com |
রোযার মাসে আরো কী কী কাজ আছে, যা করা মাকরূহ বা অপছন্দনীয়?
রোযার মাসে আরো কী কী কাজ আছে, যা করা মাকরূহ বা অপছন্দনীয়?
Add Comment
ডাঃ জাকির নায়েকঃ
রোযার মাসে আরো যে সব কাজ করা মাকরূহ, যা করতে নিরুৎসাহিত করা হয়েছে তা হলো-
১। অনেকে আছেন যারা রাতে জেগে থাকার কারণে বা রাতে নামাজ ইবাদত করার কারণে দিনে ঘুমিয়ে কাটায়। এমন করতে নিষেধ করা হয়েছে।
২। অলসতার কারণেও অনেকে দিনের বেলা ঘুমিয়ে কাটায়। এমন করা মাকরূহ।
৩। অনেকে আছেন যারা দিনের সময় আনন্দ ফুর্তি হইহুল্লোড়, খেলাধুলা, গল্প করে পার করে, তারা রসূলুল্লাহ [ﷺ] – সুন্নাত বিরোধী আরো অনেক কাজ করে থাকে।
৪। লোক দেখানোর জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয় এমন ইফতার পার্টির আয়োজন করা।
৫। অনেকে আছেন যারা বাড়ির মহিলাদেরকে সাহরি ও ইফতারিতে অনেক বেশি বেশি খাবার আয়োজন করতে বলেন, সে কারণে ‘ইবাদাত বাদ দিয়ে তাদেরকে অধিকাংশ সময় রান্না ঘরে ব্যস্ত থাকতে হয়। এমন করা মাকরূহ।
৬। অনেকে আছেন যারা আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের জন্য ঘর সাজাতে ব্যস্ত থাকে।
৭। অনেকে আছেন যারা নিজেরকে আল্লাহর ‘ইবাদাত ব্যতীত অন্য অপ্রয়োজনীয় অর্থহীন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন, এমন করতে নিষেধ করা হয়েছে।
৮। বাজে বাজে সময় নষ্ট করা।
৯। অনেকে আছেন যারা রাতের অধিকাংশ সময় গল্প গুজব করে কাটায়। এমন করাটা মাকরূহ।
১০। রাতের অধিকাংশ সময় খাওয়া দাওয়াতে অতিবাহিত করা। আল্লাহর ‘ইবাদাত ব্যতীত যেকোনো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা।
১১। অনেকে আছেন যারা রোযার শেষ দশদিনে আল্লাহর ‘ইবাদাত বাদ দিয়ে ঈদের কেনাকাটায় বেশি ব্যস্ত থাকে। এমন করা মাকরূহ।