কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখবেন কিভাবে?
Add Comment
এখন কম্পিউটার আমাদের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাড়িয়েছে l আর এই জিনিস অনেক সময় খুব বিরক্তির কারণ হয়ে দাড়ায় l মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায় …. কম্পিউটার স্লো হয়ে ফাইল ওপেন হয় না …… ঠিক মত কাজ করে না ….. এক কমান্ড দিলে অন্য কমান্ড আসে …. এগুলো সবই হয় ভাইরাস এর কারণে আর এ সব ভাইরাস আসে মুলত পেন-ড্রাইভ , সিডি -ডিভিডি , ইন্টারনেট ইত্যাদি থেকে I……….. তাই কম্পিউটার এর স্বাভাবিক ব্যাবহারের জন্যে আমাদের কম্পিউটার ভাইরাস মুক্ত রাখতে হয় সব সময় আর এ জন্যে আমরা দারস্ত হই এন্টি ভাইরাস এর l এখন কথা হচ্ছে কোন এন্টি ভাইরাস কিনবেন কোনটা বেশি ভালো l বাজারে এখন অনেক এন্ট্রি ভাইরাস পাওয়া যায় যেমন : Norton , kespersky , Panda , AVG , Avast , Macafee , Avira , E -scan ইত্যাদি l দাম পড়বে ৭৫০ টাকা থেকে সুরু করে ১১৫০ টাকা পর্যন্ত l তবে পরিচিত কেউ থাকলে তাকে সাথে নিয়ে যাবেন কারণ সব জায়গাতেই ভেজাল আছে তাই একটু দেখে শুনে অরিজিনাল টা কিনতে হবে l এখন বলি আমর দেখা ভালো কোনটা অবশ্যই এক নম্বর হচ্ছে Norton আর দ্বিতীয় হচ্ছে kespersky দুটাই আমি ব্যাবহার করছি l