জামা’আতে ছালাত রত অবস্থায় ওযূ নষ্ট হয়ে গেলে করণীয় কি?
জামা’আতে ছালাত রত অবস্থায় ওযূ নষ্ট হয়ে গেলে করণীয় কি?
Add Comment
উক্ত অবস্থায় ছালাত ছেড়ে দিবেন
এবং ওযূ করে জামা‘আতে শরীক হবেন
(মুস্তাদরাক হাকেম হা/৬৫৫, হাদীছ
ছহীহ) । সালামের পর বাকী ছালাত পূর্ণ
করবে। পূর্বে আদায়কৃত ছালাত ধরবে না।
উল্লেখ্য, পূর্বের ছালাত ঠিক থাকবে
মর্মে ইবনু মাজাহতে যে হাদীছ বর্ণিত
হয়েছে তা যঈফ (যঈফ ইবনু মাজাহ
হা/১২১২) ।