আউটসোর্সিং কেন করবেন ?
আমাদের দেশে তথা বিশ্বের সকল
দেশেই আউটসোর্সিং জগতে কাজ করে
এমন অনেক মানুষ রয়েছে। কিন্তু তাদের
সবাই শতভাগ সফল হতে পারে না। মনে
রাখবেন আউটসোর্সিং যেহেতু মুক্ত
পেশা,
সেখানে আপনার জবাবদিহিতার চেয়ে
আপনার কাজের জবাবদিহিতা বেশি।
আপনি এই জগতে আসবেন অবশ্যই উপার্যন
করার জন্য, এবং আপনি যার কাছ থেকে
এই উপার্জনটুকু নিবেন তাকে কোন
না কোন সেবা প্রদান করেই এই
উপার্যনটুকু করবেন। সুতরাং আপনার কাজ
যদি সঠিক না হয়, আপনার কাজে যদি
জবাবদিহিতা না থাকে, আপনি যদি
কাজ করার ক্ষেত্রে মনযোগী না হন,
আপনার কাজে যদি স্বচ্ছতা না থাকে
তাহলে আপনি এই সেক্টরে সফল হতে
পারবেন না। আউটসোর্সিং এ সবসময়
আপনি নিজেকে দিয়ে মূল্যায়ন করবেন।
অর্থাৎ আপনি নিজে যদি এই
কাজটি (যে কাজটির জন্য আপনি
মনোনিত হয়েছেন) অন্য কাউকে দিয়ে
করাতেন তাহলে তার কাছ থেকে আপনি
কি আশা করতেন, এবং অবশ্যই তার চেয়ে
একটু বেশিই দেবার চেষ্টা করবেন।
তাহলে যে আপনাকে দিয়ে কাজ করাবে
সেও খুশি থাকবে আপনার কাজ পাবার
সম্ভাবনাও বেড়ে যাবে।