যদি কোন নারী গর্ভবতী হয়ে পড়েন তাহলে প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত তিনি কিছু বুঝতে নাও পারেন। একটু ক্লান্তি, একটু বমি বমি ভাব থাকতেও পারে আবার না-ও থাকতে পারে। হয়তো তিনি সেসব খেয়ালই করলেন না। প্রথম যে বিষয়টি লক্ষ্যনীয় সেটা হলো, সময় মাসিক না হওয়া। এটা গর্ভধারণের একটা নিশ্চিত লক্ষণ, তবে আরও অনেক কারণে মাসিক বন্ধ থাকতে পারে। তাই মাসিক বন্ধ হলেই কোনো নারী গর্ভবতী হয়েছেন এমনটা নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু গর্ভবতী হলে মাসিক বন্ধ হবেই।
গর্ভবতী হওয়ার লক্ষণগুলো হলোঃ
- নিয়মিত মাসিক হঠাৎ বন্ধ হওয়া। তবে প্রথম ১২ সপ্তাহ অনিয়মিত ক্ষনস্থায়ী রক্তক্ষরণ দেখা যেতে পারে, যা নিয়মিত মাসিকের মতো নয়। আরও অনেক কারনে মাসিক বন্ধ বা অনিয়মিত হতে পারে।
- স্তন ভারী ভারী ঠেকেতে পারে, স্তনে ব্যথা অনুভব হতে পারে আর স্তনের বোঁটার চারদিকে গাঢ় অংশ আরও কালচে দেখাতে পারে।
- ঘন ঘন প্রসাবের বেগ হতে পারে, বিশেষ করে রাতে।
- আপনি অসুস্থ বোধ করতে পারেন। এমনকি দিনের বেলা বমিও করতে পারেন।
- যোনিস্রাব বেড়ে যেতে পারে, তবে চুলকানি থাকবে না।
- হঠাৎ কোনো কোনো খাবারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারেন, রুচিবিকার হতে পারেন।
- ধূমপায়ী মহিলা ধূমপানের প্রতি বিতৃষ্ণা বোধ করতে পারেন।
- আপনার তলপেট ভরা ভরা লাগতে পারে।
- আপনার ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব হতে পারে।ো