খুশকি কিভাবে দুর করবেন?
আপনি
নিচের প্যাকটি ব্যবহার করতে পারেন। আশা করা
যায় সপ্তাহখানেক ব্যবহার করলে নিশ্চিত উপকার
পাবেন।
যা লাগবে
– দুই চামচ টক দই
– দুই চামচ লেবুর রস
– দুই চামচ চায়ের লিকার
টক দই এবং লেবুর রস একত্রে মিশিয়ে নিন। এটি
চুলে লাগিয়ে ৪০ মিনিট রাখুন। এরপর চায়ের
লিকারের সাখে একটু লেবুর রস মিশিয়ে, এটি দিয়ে
চুল ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার
লাগান।