সানস্ক্রীন ক্রিম কিভাবে মুখে ব্যবহার করতে হয়?
সানস্ক্রীন ক্রিম কিভাবে মুখে ব্যবহার করতে হয়?
Add Comment
শীত, গ্রীষ্ম, বর্ষা- সব ঋতুতেই সানব্লক বা
সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তবে গরমে
প্রয়োজনটা একটু বেশি। প্রখর সূর্যালোক বিশেষ
করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমাদের
ত্বকের জন্য ক্ষতিকর। আকাশ মেঘলা থাকলেও
বাইরে যাওয়ার আগে সানব্লক বা সানস্ক্রিন
ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার অন্তত ২০
মিনিট আগে ত্বকে, বিশেষ করে হাত, পা, মুখ, গলা,
ঘাড়ে নরমাল ক্রীমের মত লাগিয়ে নিন। ঠোঁটেও সানস্ক্রিন লিপবাম
লাগান। অনেকক্ষণ বাইরে থাকতে হলে ২ থেকে ৩
ঘণ্টা পরপর আবার ব্যবহার করুন। মেকআপ করতে
চাইলে আগে সানব্লক লাগিয়ে নিন, তার ২০ মিনিট
পর মেকআপ বা অন্য প্রসাধনী ব্যবহার করুন।