সিফিলিস কিভাবে হয় ?

সিফিলিস কিভাবে হয় ?

Add Comment
1 Answer(s)

    সিফিলিস এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির শরীরে সিফিলিসের ক্ষতের সরাসরি সংস্পর্শে হয়৷ এই ক্ষত সাধারণত পুরুষাঙ্গ, যোনি, মলদ্বার বা মলাশয়ে হয়৷ এই ক্ষত ঠোঁটে বা মুখের ভেতরেও হতে পারে৷ গর্ভবতী মহিলাদের সিফিলিস হলে তা গর্ভস্থ শিশুর শরীরে সংক্রামিত হতে পারে৷ কমোডের সীট, দরজার হাতল, সুইমিং পুল, গরম জলের টব, বাথটব, একই জামাকাপড় পরা বা বাসন ব্যবহার করা থেকে সিফিলিস ছড়ায় না৷

    Professor Answered on August 15, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.