জৈবিক চাহিদা পূরণের সাথে কি ত্বকের কোনো সম্পর্ক আছে?
আপনি যে প্রশ্নটি করেছেন, সেরকম সমস্যা নিয়ে অনেকেই অভিযোগ করেন। তবে সত্যি কথা হল হস্তমৈথুন বা বীর্যপাতের সাথে চামড়া উঠে যাওয়ার সমস্যা বা ব্রণের সমস্যা এখনও বৈজ্ঞানিকভভাবে প্রমাণিত নয়। অনেকে বলে থাকেন বয়ঃসন্ধিতে বা বীর্যপাতে টেস্টোস্টেরন নামক হরমোনের আধিক্য ঘটলে এরূপ হতে পারে। তবে এটারও কোন নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই ধরনের সমস্যার জন্য পেভিসোন ক্রিম কোন সমাধান নয়, কারণ পেভিসোন ক্রিম একটি শক্তিশালী এন্টি-ফাংগাল ক্রিম। এটি ব্যবহার করা বাদ দিয়ে আপনি ভিটামিন ট্যাবলেট, বিশেষ করে মাল্টি-ভিটামিন ট্যাবেলেট, ভিটামিন ই এবং জিংক প্রতিদিন রাতে একটি করে, মোট ২ মাস খেয়ে দেখুন। এতে কাজ হতে পারে। আর, আপনার পরিবেশ, খাবার, মুখে মাখার সাবান বা ক্রিম থেকেও এমন সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারগুলো লক্ষ্য করুন ও প্রয়োজনীয় পরিবর্তন আনুন। ত্বক শুষ্ক রাখবেনন না এএবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।