একজনের স্যালাইনের সুঁই দিয়ে অন্যজনের আঙুলে খোঁচা লাগলে কি সমস্যা হবে?
একজনের স্যালাইনের সুঁই দিয়ে অন্যজনের আঙুলে খোঁচা লাগলে কি সমস্যা হবে?
Add Comment
যেহেতু, স্যালাইনের সুঁই খোঁচা লাগার আগে প্রায় এক সপ্তাহ খোলা ছিল, তাই এইচ আই ভি ( এইডস) হওয়ার ঝুঁকি কম। যে ব্যক্তিকে স্যালাইন দেওয়া হয়েছিল, সেই ব্যক্তির হেপাটাইটিস বি থাকলে বা স্যালাইনের সূঁচটি নোংরা অবস্থায় থাকলে অন্যজনের হেপাটাইটিস বি বা টিটেনাস হওয়ার সম্ভাবনা থাকে। তবে যেহেতু ঘটনার পর ৩ মাস হয়ে গেছে এবং কোনরকম লক্ষণ দেখা যায় নি, সেহেতু আপাতত কোন চিকিৎসা না করলেও চলবে। তবে ভবিষ্যতে যদি দ্বিতীয় ব্যক্তির কখনও জন্ডিস হয় তবে তা হেপাটাইটিস বি এর কারণে হয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে। আর বিভিন্ন হাসপাতাল বর্জ্য পূর্ণ নিয়ম মেনে ফেলে দেওয়ার ব্যাপারে সচেতন থাকুন। নাহলে ভবিষ্যতে অনেকের সাথেই এমন সমস্যা হতে পারে।
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।