আমি কেন কোন বন্ধুর সাথেই ঘনিষ্ঠ হতে পারি না?
এখন পৃথিবীর সব মানুষের সাথে তো মন মানসিকতা মিলবে না, না মিললে বন্ধুত্বও হবে না। এই আমার কথাই ধরো, একটা সময় ছিলো আমার কোনো বন্ধু ছিল না। কারণ আশেপাশের মানুষদের সাথে আমার মিলছিল না। কিন্তু একটা সময় যখন মিলতে থাকলো, তখন অনেক বন্ধু হয়ে গেল। আপনার সাথে একজনের সম্পর্ক আছে বলছেন, তার মানে আপনি বন্ধুত্ব করতে পারেন, সেই জন্য তার সাথে আপনার এতোদিনের গভীর বন্ধুত্ব। সুতরাং হতাশ হবেন না, গভীর বন্ধুত্ব সবার সাথে কি হয়? মনের কোন জায়গায় রেজোনেন্স না হলে বন্ধুত্ব কখনোই গাঢ় হয় না। তাই নিজেকে দোষ দিবেন না। শুধু একটু একটু করে মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। বেশি কিছু না জাস্ট হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছি দিয়ে কথা বলা শুরু করবেন। যদি বন্ধুত্ব হবার হয়, আস্তে আস্তে হয়ে যাবে। তবে বন্ধু করতে গিয়ে যাকে তাকে বন্ধু বানাবেন না যেন। অসৎ বন্ধু থাকার চেয়ে বন্ধুহীন থাকা লক্ষগুণ ভালো। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
অথই নীলিমা
প্রভাষক
পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়