সাবান এবং বডি ওয়াশ’ এর মধ্যে পার্থক্য কি?
সাবান এবং বডি ওয়াশ’ এর মধ্যে পার্থক্য কি? কোনটি শরীরের ত্বকের জন্য ভালো?
Add Comment
বেশিরভাগ সাবান বা বার সোপ এ pH (ক্ষার) এর মাত্রা বেশি থাকায় ত্বকের উপরিভাগের প্রোটিন নষ্ট হয়ে যায়। ফলে ত্বকের শুষ্কতা বাড়ে, জ্বালা-পোড়া করে, লালচে ভাব হয়। কখনো কখনো ইনফেকশন হয়ে ত্বক ফেটে যেতে পারে। কিন্তু বডি ওয়াশ বা লিকুইড সোপ বা শাওয়ার জেলে pH এর মাত্রা সঠিক পরিমাণে থাকে (বেশিরভাগ পণ্যে)। ফলে এর দ্বারা ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। আমাদের দেশের আবহাওয়ায় কোনটি বেশী উপযোগী সেটার চেয়ে বড় ব্যাপার হলো আপনার শরীরে বা ত্বকে কোনটা বেশী সহনশীল হয়। তবে লিকুইডগুলো ব্যবহার করাই ত্বকের জন্য ভালো। বিশেষ করে বাজারে প্রচলিত শাওয়ার জেলগুলো ব্যবহারে ত্বক বেশী সহনশীল থাকে.