আচ্ছা কুকুর তো নীরিহ একটা প্রাণী। তারপরও মানুষ গালি হিসেবে ‘কুত্তার বাচ্চা’ ব্যবহার করে কেন?
কুকুর অত্যন্ত নীরিহ আর প্রভুভক্ত প্রাণী। দেখলেই মায়া লাগে। তারপরও মানুষ গালি হিসেবে অন্য কোনো প্রাণীর বদলে এই কুত্তার বাচ্চা ব্যবহার করে কেন?
Add Comment
গালি মানুষ সেটা বলেই দেয় যেটাকে সে নিকৃষ্ট বলে মনে করে। মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণীর মর্যাদা দেয়া হয়েছে। তাই নিরীহ হলেও অন্য প্রাণীদের নিকৃষ্ট মনে করে তাদের নাম দিয়ে মানুষ গালি দেয়। শুধু যে কুত্তার বাচ্চা বলে গালি দেয়া হয় তা নয়, নিরীহ প্রাণী গাধার নাম দিয়েও গালি দেয়া হয়।