তোয়ালের দুর্গন্ধ দূর করব কীভাবে?
একদিন ব্যবহারেই তোয়ালেতে বিশ্রী ধরনের একটা গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ দূর করতে কী করতে পারি?
প্রাত্যহিক জীবনের শুরু থেকে দিনের শেষ মহুর্ত পর্যন্ত যে কয়টি জিনিসের দরকার পড়ে তার মাঝে তোয়ালে অন্যতম। অনেক সময়ই দেখা যায় আপনার ব্যবহৃত সেই তোয়ালে থেকে কটু গন্ধ বের হচ্ছে বা কালচে রঙ ধারন করেছে। এটা নিয়ে আপনি ভীষণ বিরক্ত কিন্তু সহজ কোন সমাধান পাচ্ছেন না। বারবার ধুয়েও যাচ্ছে না তোয়ালের বিচ্ছিরি অবস্থা। আপনি যদি এই পাঁচটি সহজ নিয়ম অনুসরণ করেন;তাহলে সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিই সেই পাঁচটি সহজ উপায় যেগুলো তোয়ালাকে চকচকে ও সুগন্ধীযুক্ত করে তোলেঃ
(১)ভিনেগার দিয়েঃ
ওয়াশিং মেশিনে তোয়ালে দেয়ার পূর্বেই তোয়ালে এক কাপ বা দুই কাপ ভিনেগার মিশিয়ে দিন। তারপর ফলাফল দেখার অপেক্ষায় থাকুন।
(২)বেকিং সোডাঃ
বেকিং সোডা দিয়েও চকচকে তোয়ালে পেতে পারেন। এর জন্য আপনাকে ওয়াশিং মেশিনে তোয়ালে দেয়ার পর দেড় কাপ বেকিং সোডা ছিটিয়ে দিতে হবে।
(৩)একটি পরিষ্কার ওয়াশিং মেশিং
আপনার ওয়াশিং মেশিং যদি সেকেলের ও দুর্গন্ধযুক্ত হয় তাহলে আপনি সুগন্ধ ও চকচকে তোয়ালের আশা কখনোই করতে পারবেন না। এজন্য আপনি আপনার ওয়াশিং মেশিনকেই আগে পরিষ্কার করুন।প্র থমে ওয়াশিং মেশিনে এক কাপ ভিনেগার ঢালুন। এরপর মেশিনটি চালু করুন।মেশিনটি পরিষ্কার হলে মেশিনের দরজা খোলা রেখে ৩০ মিনিট রেখে দিন।
(৪)ভালভাবে শুকানোর মধ্য দিয়েঃ
ভালভাবে শুকানোর আগেই তোয়ালে ব্যবহার করলে একটু পড়েই সেইখান থেকে দুর্গন্ধ হতে শুরু করে। তাই তোয়ালে ভালভাবে শুকানোর পরেই ব্যবহার করুন।
(৫)এয়ার ফ্রেশনার দিয়েঃ
তোয়ালে কোন কারণে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকলে হালকা করে এয়ার ফ্রেশানার দিতে পারেন। এতে সুগন্ধযুক্ত তোয়ালে পাবেন।