sitemapcouldnotberead.com |
মাসে কতবার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক?
মাসে কতবার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক?
Add Comment
স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। অনেকে স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করেন। তাদের ধারণা এটা একটি যৌন রোগ।
তবে চিকিৎসকরা বলেন স্বপ্নদোষ হওয়াটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে মাসে ৩-৪ বারের বেশি স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক কোনো লক্ষণ না যেমনটা আপনি বলেছেন যে আপনার মাসে হস্তমৈথুন ছাড়াই ৬-৭ বার হয়ে থাকে। এক্ষেত্রে আপনি কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন যে এমনটা কেন হচ্ছে।