আমি একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চাই, কিন্তু কীভাবে শুরু করবো?
আমি একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চাই, কিন্তু কীভাবে শুরু করবো?
একজন Web designer এর কাজ হচ্ছে website এর visual elements যেমন রং, ফরম্যাটিং, টেক্সচার, লে-আউট এগুলো দিয়ে website টিকে সাজানো এবং ব্যবহারকারীর জন্য পরিচ্ছন্ন ও রুচিশীল করে তোলা। যেহেতু এটা মূলত ডিজাইন রিলেটেড কাজ তাই আপনার অবশ্যই ডিজাইনিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বিভিন্ন ডিজাইনিং সফটওয়্যার ব্যবহারেও দক্ষ হতে হবে। এসবের পাশাপাশি ভালো Web designer হওয়ার জন্য আপনার কিছু Programming Language ও জানা থাকা দরকার। যে দু’টো Graphic software এর ব্যবহার আপনার অবশ্যই জানতে হবে সেগুলো হলো: Adobe Photoshop এবং Adobe Illustrator। পাশাপাশি Adobe Fireworks এবং Adobe Dreamweaver এর কাজ জানলে আরো ভালো। কাজের সুবিধার জন্য কিছু Programming language যেমন : HTML, CSS, JavaScript, Flash, PHP, jQuery ইত্যাদি শিখে নিন। এগুলোর মধ্যে HTML এবং CSS আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। Web design এর জগৎ সার্বক্ষণিক পরিবর্তনশীল। তাই আপনাকে সবসময়ই কিছু না কিছু নতুন শিখতে হবে। সৌন্দর্য ও রুচিবোধের দিকে তীক্ষ্ম দৃষ্টি থাকা একজন Web designer এর জন্য অত্যন্ত দরকারী। মনে রাখবেন দুই বছর আগে যেটা ফ্যাশন বা স্টাইল ছিল, সেটা এখন হয়তো পুরোন, অনাকর্ষণীয় হয়ে গেছে। সবশেষে প্রয়োজন অভিজ্ঞতা। অভিজ্ঞতা সব কাজকেই সুন্দর করে তোলে। তাই যত বেশি সম্ভব চর্চা করতে থাকুন। বিভিন্ন ওয়েবসাইট দেখুন। সেখান থেকে আপনি বিভিন্ন রকম Design এবং Presentation technique সম্পর্কে জানতে পারবেন। কোন ওয়েবসাইট দেখলে নিজে চিন্তা করুন এখানের ডিজাইনে আর কি বৈচিত্র্য বা পরিবর্তন আনলে এই সাইটটা আরো সুন্দর ও সহজ হবে। এবং চর্চা করতে থাকুন। যত বেশি চর্চা করবেন ততই আপনি শাণিত হয়ে উঠবেন।