চুলে মধু দিলে কি চুল লাল হয়ে যায়?
চুলে মধু দিলে কি চুল লাল হয়ে যায়?
না, মধু চুলে ব্যবহার করলে চুল লাল হয় না বরং চুলের রুক্ষতা দূর হয় এবং চুলের ঝলমলে ভাব চলে আসে। বিভিন্ন শাম্পুতেও মধুর ব্যবহার করা হয়। চুলের জন্য বিভিন্ন প্যাকেও মধু ব্যবহার করা হয় । জেনে নিতে পারেন মধু দিয়ে চুলের পরিচর্যার কিছু ঘরোয়া টিপস –
• ২ টেবিল চামচ টক দই, ২ টা ডিম, ১ চা চামচ লেবুর রস ও ৫ ফোঁটা মধু এক সাথে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভাল করে প্রয়োগ করুন । ৩০ মিনিট পর চুল ভাল করে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন । এটি আপনার চুল উজ্জ্বল ও ঝলমলে করতে সাহায্য করবে ।
• ১/২ কাপ মধুর সাথে ১-২ টেবিল চামচ অলিভ ওয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । এই মিশ্রণটি চুলে ৫-৭ মিনিট আলতো করে ম্যাসাজ করুন । এরপর ২০ মিনিট পর চুল কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন । এটি আপনার শুষ্ক ও রোদে নষ্ট হয়ে যাওয়া চুল কোমল ও উজ্জ্বল করতে সাহায্য করবে ।
• ১ টেবিল চামচ মধুর সাথে ১ চা চামচ দারচিনি গুঁড়া ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি চুলের গোঁড়ায় প্রয়োগ করুন । ১৫ মিনিট পর চুল প্রথমে পানি দিয়ে ও পরে শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন । এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন । এটি চুলের পুষ্টি যোগায়, চুল পরা প্রতিরোধ করে ও চুল বৃদ্ধিতে সাহায্য করে।