পার্লারে চুল রিবন্ডিং করলে কি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়?
পার্লারে চুল রিবন্ডিং করলে কি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়?
Add Comment
চুল রিবন্ডিং করলে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চুল একেবারে নষ্ট হয়ে যেতে পারে।
যে সমস্যাগুলো হতে পারে :
– চুল ঝরে পরার পরিমাণ চারগুণ বেড়ে যায়।
– চুল একদম পাতলা হয়ে যায়।
– রিবন্ডিংয়ে ব্যবহৃত ক্যামিকেল চুল পাকার পরিমাণ বাড়িয়ে দেয়।
– এক বছর পর চুলের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। কেননা যে চুলগুলো পরবর্তীতে বের হতে থাকে সেগুলো আবার আগের মত উঠতে থাকে। ফলে দেখতে বাজে দেখায়। এমতাবস্থায় চুলগুলো না সোজা থাকে না কোকড়ানো থাকে।
তারপরও যুগের ফ্যাশনে রিবন্ডিং করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই স্বনামধন্য কোনো পার্লারকে বাছাই করুন।