ইঁদুরের কামড় কি বিষাক্ত কিছু?
কুকুর, বিড়াল, ইঁদুর, চিকা, বানর, শিয়াল, কাঠবিড়ালী এমনকি বড় শঙ্খচিলের কামড় থেকে জলাতঙ্ক নামের মরণব্যাধি হতে পারে। এক্ষেত্রে সাবান, ডেটল পানি দিয়ে ক্ষত স্থান সুন্দর করে পরিষ্কার করতে হবে। এন্টিবায়োটিক ক্রীম লাগিয়ে ক্ষতস্থান পরিষ্কার গজ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে। আক্রান্ত স্থান যদি ফুলে যায়, রক্ত বর্ণ হয়, ব্যথা থাকে তাহলে বুঝতে হবে ইনফেকশান হচ্ছে। এমতাবস্থায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শরীরের নিম্নাংশে কামড়ালে ক্ষত থেকে ধনুষ্টঙ্কারের সম্ভাবনাও থাকে তাই টিটি ইঞ্জেকশানের কথা মনে রাখতে হবে।