অনেকেই খুব কম সময়ের জন্য একটি বিষয় মনে রাখতে পারেন, এটি কেন হয়?
অনেকেই খুব কম সময়ের জন্য একটি বিষয় মনে রাখতে পারেন, এটি কেন হয়?
মানুষের মস্তিষ্ক মোটামুটিভাবে চার ধরনের হয়ে থাকে। যেমন :
SS
: অর্থাৎ Short short. এই ধরনের মস্তিষ্ক কোনো একটি বিষয় শর্ট সময়ে অনুশীলন করে শর্ট টাইম মনে রাখতে পারে।
SL
: অর্থাৎ Short Long. এই ধরনের মস্তিষ্ক অল্প সময়ের অনুশীলনে একটি বিষয় দীর্ঘক্ষণ মনে রাখতে পারে। এটি সবচেয়ে ভালো এক ধরনের মস্তিষ্কের উদাহরণ।
LS
: অর্থাৎ Long Short. এই মস্তিষ্ক দীর্ঘক্ষণ অনুশীলনে অল্পসময় মনে রাখতে পারে। এটি সবচেয়ে খারাপ প্রকৃতির মস্তিষ্ক।
LL
: অর্থাৎ Long Long. সর্বশেষ এই ধরনের মস্তিষ্ক দীর্ঘসময় অনুশীলনে দীর্ঘদিন কোনো বিষয় মনে রাখতে পারে।
সুতরাং দেখা যায় মানুষের মস্তিষ্কের এই ধরনের পার্থক্যের কারণে বিভিন্ন মানুষের ব্রেন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যারা খুব কম সময়ের জন্য কোনো বিষয় মনে রাখতে পারেন তারা SS বা LS মস্তিষ্কের আওতাভুক্ত। ফলে তারা মনে রাখতে পারেন না।
তাছাড়া মানুষের মস্তিষ্ক কম্পিউটারের মত। কম্পিউটার যেমন একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত ডক্যুমেন্ট ধারণ করতে পারে, বেশি হলে ডিলিট করে জায়গা খালি করতে হয় ঠিক একইভাবে মানুষের মস্তিষ্কও একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে মেরোরি ফুল হয়ে গেলে তা অটোডিলিট করে ফেলে যে বিষয়গুলো তার জন্য কম গুরুত্বপূর্ণ।
আবার এমনও হতে পারে যে কেউ যদি কোনো একটি বিষয় শোনার সময়ে মনোযোগ অন্য দিকে দিয়ে থাকেন তাহলে বিষয়টি তার মস্তিষ্ক সঠিকভাবে ধারণ করতেই পারে না। ফলে তিনি বিষয়টি সীমিত সময়ের জন্য মনে রেখে পরবর্তীতে তা ভুলে যান।