কম্পিউটার কত প্রকার?

    কম্পিউটার কত প্রকার জানতে চাই?

    Add Comment
    1 Answer(s)

      কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট (compute) শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আমরা তথ্য গ্রহন করে তা বিশ্লেষণ ও উপস্থাপন করতে পারি । কম্পিউটার তিন প্রকার, যেমনঃ

      • অ্যানালগ কম্পিউটার
      • ডিজিটাল কম্পিউটার
      • হাইব্রিড কম্পিউটার

      অ্যানালগ কম্পিউটারঃ

      যে কম্পিউটার পরিমাপ ও পরিমাণের উপর ভিত্তি করে চালিত হয়, তাকেই অ্যানালগ কম্পিউটার বলে । অ্যানালগ অর্থ হল, পরিমাপ ।

      ডিজিটাল কম্পিউটারঃ

      ডিজিটাল কম্পিউটারে দুই ভাবে বৈদ্যুতিক ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করা হয় । অর্থাৎ ডিজাটাল কম্পিউটারে বাইনারী অংক  0 এবং 1 ব্যবহার করা হয়। এর ফলে যে কোন গনিতের যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং বিয়োগ, গুণ ও ভাগের মতো অন্যান্য গানিতিক বিষয়গুলো সমাধান করে দিতে পারে। তাকেই ডিজিটাল কম্পিউটার বলে । এর মাধ্যেমে নির্ভুল তথ্য উস্থাপন করা যায় । ডিজিটাল কম্পিউটারের উদাহরণ, ডেক্সটপ, ল্যাপটপ ইত্যাদি ।

      হাইব্রিড কম্পিউটারঃ

      হাইব্রিড কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সমম্বয়ে গঠিত হয়, তাকেই হাইব্রিড কম্পিউটার বলে । এটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়। সুতরাং বলা যায়, প্রযুক্তি ও ভিত্তিগত দিক থেকে এনালগ ও ডিজিটাল কম্পিউটারের আংশিক সমন্বয়ই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।

      Professor Answered on February 14, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.