Google Plus(+) কি ?
Google Plus(+) কি জানতে চাই?
Add Comment
গুগল প্লাস হচ্ছে, একটি সামাজিক যোগাযোগ মাধ্যেম, ফেসবুক এর মতো এতে ছবি শেয়ার, ভিডিও শেয়ার ইত্যাদি । গুগল+ উচ্চারণ গুগল প্লাস, সংক্ষিপ্ত ব্যবহার জি+, ইংরেজি:Google+, Google Plus, G+ হচ্ছে গুগলইনকর্পোরেশনের একটি সোশাল নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগ ওয়েব সেবা। গুগল এই সেবাটি ২৮ জুন ২০১১ তে পরীক্ষামূলকভাবে চালু করে। এই সেবাটির মাধ্যমে গুগলের অন্যান্য সেবাগুলো ব্যবহার করা যায়। ধারণা করা হয়, ফেসবুক এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় গুগল এই সেবা চালু করে ।