ফেসবুক কত সাথে আবিস্কার হয়?
ফেসবুক কত সাথে আবিস্কার হয় জানতে চাই?
Add Comment
ফেসবুক ৪ ফেব্রুয়ারী ২০০৪ সালে চালু হয়। ফেসবুক এর প্রতিষ্ঠাতা, মার্ক জাকারবার্গ,এডুয়ার্ডো স্যাভেরিন,এন্ড্রু ম্যাককলাম,ডাস্টিন মস্কোভিটজ,ক্রিস হিউজেস । ফেসবুক এর প্রধান ব্যক্তি,মার্ক জাকারবার্গ চেয়ারম্যান এবং সিএও মার্ক জাকারবার্গ, হার্ভাডবিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নকালীন তারকক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরমধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে গোটা বিশ্ব জুড়ে ফেসবুক চালু হয়।