রোজা রাখলে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা যায় না কেন?
রোজা রাখলে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা যায় না কেন?
Add Comment
রোজা অবস্থায় টুথপেস্ট ও নিমের মাজন ব্যবহার করা মাকরুহ (অপছন্দনীয়)। কারণ টুথপেস্ট ও নিমের মাজনের স্বাদ অনায়াসে মুখের ভেতরে প্রবেশ করে, যা রোজার উদ্দেশ্যের পরিপন্থী। এ কারণে রোজা মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য নিমের ডাল ও অন্যান্য মেছওয়াক দ্বারা দাঁত মাজা যায়।