ল্যাপটপের যত্ন কীভাবে নিব?
এই ডিজিটাল যুগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে সব চাইতে জরুরী যে জিনিসটি তা হলো কম্পিউটার। আমাদের নানা কাজকে অনেক বেশি সহজ করে তোলার পেছনে এই প্রযুক্তির অসাধারণ আবিষ্কারের অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের জীবনকে আরও সহজ করে তোলার জন্য এবং সবসময় সাথে রাখার জন্যই তৈরি হয় ল্যাপটপ। যেকোনো কাজে এবং যেকোনো স্থানে ল্যাপটপ ব্যবহার করতে পারি আমরা। কিন্তু এত কাজের এই ল্যাপটপটির প্রতি আমরা কতোটা যত্নশীল?
সঠিক যত্নের অভাবে আপনার অতি কাজের এই ল্যাপটপটি তার নির্ধারিত সময়ের আগেই বিগড়ে যেতে পারে। তাই নিজের ল্যাপটপটির যত্ন নিন। এতে করে দীর্ঘদিন ঠিক থাকবে আপনার এই কাজের জিনিসটি।
– ল্যাপটপ ব্যবহারের সুবিধা হচ্ছে যেকোনো স্থানেই এটি ব্যবহার করা যায়। কিন্তু তাই বলে খাওয়া সময় কিংবা খাবার জিনিস ল্যাপটপের কাছে রাখবেন না। বিশেষ করে লিক্যুইড কোনো খাবার তো নয়ই।
– ল্যাপটপের ওপর ভারী কিছু রাখবেন না। এমনকি কোনো বইও নয়। কারণ এতে ল্যাপটপের স্ক্রিন ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
– গাড়ির ভেতর বা সাধারণ তাপমাত্রার চেয়ে বেশি তাপের কোনো স্থানে ল্যাপটপ রাখবেন না। এতে করে ল্যাপটপের তাপমাত্রা বেড়ে ভেতরের কোনো সংযোগের সমস্যা তৈরি হতে পারে।
– বালিশ কিংবা নরম পশমি কিছুর ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না। এতে করে ল্যাপটপ গরম হলে এর গরম বাতাস বের হতে পারে না। এমন কোনো স্থান নির্বাচন করুন যেখানে ল্যাপটপের গরম ভাবটা চলে যায়। প্রয়োজনে কুলার ব্যবহার করুন।
– ল্যাপটপের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন এতে করে স্ক্রিন ঠিক থাকবে। এর পাশাপাশি কীবোর্ড প্রটেক্টরও বাজারে পাওয়া যায় তা কিনে ব্যবহার করুন। এতে কীবোর্ডে ধুলো জমতে পারবে না।
– ল্যাপটপে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই কোনো এক্সপার্ট মেকানিকের কাছে নিয়ে যাবেন।