ভারতে মোট কতটি প্রদেশ আছে এবং ভারত প্রদেশ গুলোর নাম কি?
ভারতে মোট কতটি প্রদেশ আছে এবং ভারত প্রদেশ গুলোর নাম কি জানতে চাই?
Add Comment
ভারত মোট ৩৬ টি রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত। ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ১২০ কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশ বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ। এই দেশ ২৯ রাজ্য ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত।
ভারত প্রদেশের নাম
- অন্ধ্রপ্রদেশ
- অরুণাচল প্রদেশ
- আসাম
- বিহার
- ছত্তীসগঢ়
- গোয়া
- গুজরাত
- হরিয়ানা
- হিমাচল প্রদেশ
- জম্মু ও কাশ্মীর
- ঝাড়খন্ড
- কর্ণাটক
- কেরল
- মধ্যপ্রদেশ
- মহারাষ্ট্র
- মণিপুর
- মেঘালয়
- মিজোরাম
- নাগাল্যান্ড
- উড়িষ্যা
- পাঞ্জাব
- রাজস্থান
- সিকিম
- তামিলনাড়ু
- তেলঙ্গানা
- ত্রিপুরা
- উত্তরপ্রদেশ
- উত্তরাখণ্ড
- পশ্চিমবঙ্গ
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- দাদরা ও নগর হাভেলী
- দমন ও দিউ
- দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল
- লাক্ষাদ্বীপ
- পুদুচেরি
- চন্ডীগড়